আপডেট
মাদ্রাসার পরিচিতি
পড় তোমার প্রভূর নামে যিনি সৃস্টি করেছেন- (৯৬,আলাক ০১) ইহকালের শান্তি ও পরকালীন মুক্তির মূল মন্ত প্রতিধ্বনিত হয়েছে কুরআনের এ বানীতে। জ্ঞানের শক্তিতে শ্রেষ্ঠরাই বিশ্বে উন্নত জাতি হিসেবে বিবচেতি। জ্ঞান অর্জনের মাধ্যম শিক্ষা। একটি জাতিকে শিক্ষিত করার জন্য সে জাতির জাতীয় শিক্ষা ব্যাবস্থাই একমাত্র ভিত্তি। বর্তমান সময়ে অহি ভিত্তিক শিক্ষা ব্যাবস্থাকে পাশ কাটিয়ে নিজস্ব বিশ্বাসের ভিত্তিত রচিত শিক্ষা ব্যবস্থায় অনেক দেশ কম সময়ে উন্নতির শিখরে আরোহন করলেও তারা নৈতিক মানে বিপর্যস্ত।
নোটিশ বোর্ড
অধ্যক্ষের বাণী ....

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। ওয়াস্ সালাতু আস্ সালামু আ‘লা নাবিয়্যিল কারিম। ওয়া আ‘লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাঈন। রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসা একটি অন্যতম আধুনিক ও মানসম্পন্ন মাদরাসা । রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসা একটি যুগ উপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসা”।
মোঃ ছানাউল্লাহ
অধ্যক্ষ
উপাধ্যক্ষের বাণী ....

সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাদেরকে ঐশী শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম (সা) এর উপরে। সাথে সাথে রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা” মহান আল্লাহর অসীম রহমাতে শিক্ষার আলো বিচ্ছুরনে সফলতার স্বাক্ষর রেখে চলছে দীর্ঘদিন ধরে। “রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা” টি বর্তমানে ইসলাম ও সাধারণ জ্ঞানের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীর প্রতিভা বিকাশে ও মনোদৈহিক উন্নয়নে অহী জ্ঞানের বিকল্প নেই। সারা পৃথিবীতে তাই ইসলামী শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠতম পদ্ধতি বলে স্বীকৃতি পাচ্ছে। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদরাসাটি সর্বমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে।