রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা

তথ্য প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় শিক্ষিতকরণ, উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন

মাদ্রাসার পরিচিতি

পড় তোমার প্রভূর নামে যিনি সৃস্টি করেছেন- (৯৬,আলাক ০১)

ইহকালের শান্তি ও পরকালীন মুক্তির মূল মন্ত্র প্রতিধ্বনিত হয়েছে কুরআনের এ বানীতে। জ্ঞানের শক্তিতে শ্রেষ্ঠরাই বিশ্বে উন্নত জাতি হিসেবে বিবেচিত। জ্ঞান অর্জনের মাধ্যম শিক্ষা। একটি জাতিকে শিক্ষিত করার জন্য সে জাতির জাতীয় শিক্ষা ব্যবস্থাই একমাত্র ভিত্তি। বর্তমান সময়ে অহি ভিত্তিক ‍ শিক্ষা ব্যবস্থাকে পাশ  কাটিয়ে নিজস্ব বিশ্বাসের ভিত্তিত রচিত শিক্ষা ব্যবস্থায় অনেক দেশ কম সময়ে উন্নতির শিখরে আরোহন করলেও তারা নৈতিক মানে বিপর্যস্ত।

তাই উন্নত নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে উপযুক্ত মানুষ হিসেবে আপনার  সন্তানকে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেন্জ মোকাবেলায় এক ঝাক আদর্শ ও যোগ্য মানুষ তৈরির লক্ষ্য, তথ্য প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় শিক্ষিতকরণ, উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন শ্লোগানকে ধারন করে প্রতিষ্ঠিত হয়েছে রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা।  

আল্লাহ তায়ালা আমাদের  উদ্যোগকে কবুল করুন আমিন।