- প্রচ্ছদ
- জেনারেল বিভাগের স্বতন্ত্র্য বৈশিস্ট্যসমূহ
জেনারেল বিভাগের স্বতন্ত্র্য বৈশিস্ট্যসমূহ
- বছরের শুরুতে বাৎসরিক পাঠ পরিকল্পনা ( সিলেবাস) প্রনয়ন ও বাস্তবায়ন।
- বাৎসরিক পাঠ পরিকল্পনা তথা সিলেবাসকে সেমিস্টার ভিত্তিক পাঠ পরিকল্পনায় সাজিয়ে প্রাত্যহিক পাঠ পরিকল্পনায় বাস্তবায়ন করা হয়।
- ক্লাসের পড়া ক্লাসেই ১০০% শেষ করা হয়।
- নিয়মিত হোম ওয়ার্ক ( HW) প্রদান ও আদায় করা হয়।
- বাংলা, ইংরেজী ও আরবি শুদ্বভাষায় কথা বলা ও সুন্দর হস্তাক্ষরে লিখতে শোখানো হয়।
- আরবি ও ইংরেজি স্পোকেন, আরবি কাওয়ায়েদ, ইংলিশ গ্রামার, বিজ্ঞান ও গণিতের ব্যাবহারিক অনুশীলন।
- স্টান্ডার্ড নার্সারি কে পঞ্চম শ্রেণী পর্যন্ত একাডেমিক অধ্যায়নের পাশা পাশি হিফয করা বাধ্যতামূলক।